Pran All Time

বন্ধুত্বের হাত ধরে দুনিয়া কাঁপানো প্রযুক্তি

বন্ধুত্বের হাত ধরে দুনিয়া কাঁপানো প্রযুক্তি

UNB NEWS

সোমবার ০৭ আগস্ট, ২০১৭ ০৭:২৬:১৫ পিএম

বন্ধুত্বের হাত ধরে দুনিয়া কাঁপানো প্রযুক্তি

বন্ধু মানে নাকি সব। প্রযুক্তি দুনিয়া কাঁপানো অনেক উদ্যোগই গড়ে উঠেছে বন্ধুত্বের হাত ধরে। তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় প্রভাবশালী প্রযুক্তি উদ্যোগ এবং সেসবের পেছনে থাকা বন্ধুদের কথা থাকছে এখানে

স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক

প্রতিষ্ঠান: অ্যাপল ইনকরপোরেটেড

গ্রীষ্মকালীন চাকরি করতে গিয়ে ১৯৭০ সালে বন্ধুত্ব হয় দুই স্টিভের, স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক। ওজনিয়াক তখন ব্যস্ত কম্পিউটার তৈরিতে। আর জবস তখন ওজনিয়াককে জানান, তৈরি কম্পিউটার বিক্রির সুযোগ রয়েছে। তাঁরা পেরেছিলেনও বটে। এরপর ভাবা শুরু করেন, কীভাবে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যায় এ নিয়ে। দুই বন্ধুর সেই ভাবনাতেই প্রযুক্তি বিশ্বে বিপ্লব ঘটে। ছয় বছর পর ১৯৭৬ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠা করেন অ্যাপল ইনকরপোরেটেড। মাঝখানে বছর কয়েক স্টিভ জবস অ্যাপল থেকে দূরে ছিলেন। পরে আবার ফিরে এসে আমৃত্যু ছিলেন অ্যাপলেই।