
ঢাকা,৫ নভেম্বর (ইউএনবি) – নয়া দিল্লীর ন্যাশনাল স্কুল অফ ড্রামার বিখ্যাত নৃত্য ও শিল্প পরিচালক লুবনা মরিয়াম পরিচালিত নৃত্য ও সংগীত বিদ্যালয় সাধনায় বাংলাদেশি শিশু শিল্পীদের নৃত্য প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করেছে।
বাংলাদেশি শিশুরা শুক্রবার ন্যাশনাল স্কুল অফ ড্রামা পরিচালিত চার দিনব্যাপী বাল সঙ্গম নৃত্য ও সংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।
তারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা অন্যান্য ভারতীয় শিশু শিল্পীদের সাথে একটি কোলাজে অংশ নেয়।
বাংলাদেশ দল উপস্থাপিত লুবনা মরিয়মের কোরিওগ্রাফ করা নৃত্যধারা ‘তাক ধুম তাক ধুম বাজে বাংলাদেশের ঢোল’ নয়া দিল্লির বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থীসহ অনেক দর্শকদের মন মাতিয়ে তোলে।
জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র তারকা শর্মিলা ঠাকুর এই উৎসব উদ্বোধন করেন।
নিউইয়র্কের বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।