Pran All Time

আইন-শৃংখলা কমিটির সভায় অনুপস্থিত ৫ এমপি

UNB NEWS

সোমবার ০৭ আগস্ট, ২০১৭ ০২:৪৬:১৫ পিএম

আইন-শৃংখলা কমিটির সভায় অনুপস্থিত ৫ এমপি

নারায়ণগঞ্জের নির্বাচিত পাঁচ এমপির অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হলো জেলার সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম আইন শৃঙ্খলা কমিটির এবারের মাসিক সভা।
রবিবার (৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। যেখানে কমিটির ৬ জন উপদেষ্টার মধ্যে শুধুমাত্র উপদেষ্টা নারী সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী উপস্থিত ছিলেন।
সভায় নারায়নগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সেই সাথে আসন্ন বাংলা নববর্ষকে সামনে রেখে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার তাগিদ দেন। এছাড়া মেঘনা নদীর দুই পাশের কল কারখানা থেকে নির্গত বর্জ্যে মেঘনা নদী দূষিত হওয়ায় তা রোধে পরিবেশ অধিদপ্তরকে অবিলম্বে অভিযান পরিচালনার নির্দেশ দেন জেলা প্রশাসক এবং নদী দূষনে দায়ীদেরকে শাস্তি প্রদানের ব্যাপারে কঠোর হতেও আহবান জানান তিনি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, র‌্যাব-১১ উপ অধিনায়ক এএসপি নরেশ চকমা, জেলা পরিষদের প্রধাণ নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আ: হামিদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসমীন জেবিন বিনতে শেখ, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীব, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন, রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান​ মোঃ শাহজাহান, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, সোনারগাঁ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন প্রমুখ ।