Pran All Time

জয়পুরহাটে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত

UNB NEWS

সোমবার ২৭ আগস্ট, ২০১৮ ০৮:২৩:০২ পিএম

জয়পুরহাটে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রী নিহত

জয়পুরহাট, ২৭ আগস্ট (ইউএনবি)- জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার  হরেন্দা এলাকার কামদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুন মুন্নি (১১) উপজেলার জয়হাট শালাইপুর গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। সে জয়হাট শুকুরময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন জানান, মুন্নি এবারের ঈদের ছুটিতে তার মার সাথে নানার বাড়িতে গিয়েছিল। অটোভ্যানে নানা বাড়ি থেকে নিজ গ্রামে ফেরার পথে হরেন্দা এলাকায় অসতর্কতাবশত মুন্নির ওড়না ওই অটোভ্যানের চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে অটোভ্যান উল্টে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মুন্নির মৃত্যু হয়।