
দিনাজপুর, ১৬ নভেম্বর (ইউএনবি)- দিনাজপুরে ট্রেন ও কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে বড়পুকুরিয়া কয়লাখনির পাশে রেল ক্রসিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব (২২) কাভার্ডভ্যানের হেলপার। তিনি নীলফামারী সদরের গোবিন্দপুরের বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে।
পার্বতীপুর রেলওয়ে পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক খোকন চন্দ্র জানান, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে হেলপার বিপ্লব ঘটনাস্থলেই মারা যান।
কাভার্ডভ্যানের চালক পালিয়েছে বলে জানান তিনি।