
রংপুর, ১৭ নভেম্বর (ইউএনবি) – ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের ঠাকুরপাড়ায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- স্থানীয় মমিনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক ও জয়নুল আবেদিন।
বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা শাখার (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ১৬১ জনে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, টিটু রায় নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দিয়েছেন এমন অভিযোগ তুলে গত ১০ নভেম্বর রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুদের বাড়িতে প্রায় ১০ হাজার দুর্বৃত্তরা হামলা চালায়। সেখানে ৮-১০টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
হামলার খবর পেয়ে পুলিশ আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হন। একজন নিহত এবং চারজন পুলিশসহ ২০ জন আহত হন।
পরের দিন পুলিশ বাদী হয়ে গঙ্গাচর থানায় মামলা দায়ের করে।