Pran All Time

সামাজিক ব্যবসা কার্যক্রম শুরু করল ইউনূস সেন্টার

UNB NEWS

শনিবার ০৯ ডিসেম্বর, ২০১৭ ০৮:০৭:৫৬ পিএম

সামাজিক ব্যবসা কার্যক্রম শুরু করল ইউনূস সেন্টার

ঢাকা, ০৯ ডিসেম্বর (ইউএনবি) - মোনাকোয় বিশ্বব্যাপী সামাজিক সমস্যা মোকাবেলা ও ক্রীড়া জগতকে সহায়তা করার জন্য ইউনূস সেন্টার, জার্মানির গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব এবং স্পোর্টস অ্যান্ড পিস ফাউন্ডেশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এতে স্বাক্ষর করেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, রেইৎসের গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা হ্যানস, জার্মানি ও জোয়েল বুজু, বিশ্ব অলিম্পিয়ানস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং পিস অ্যান্ড স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি। মোনাকোতে ৭ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচআরএএফ প্রিন্স আলবার্ট।

সামাজিক ব্যবসা ও ক্রীড়া জগতের সাথে সংলাপ ও যোগাযোগের জন্য বিশ্বব্যাপী কর্মসূচি তৈরি করবে চুক্তিটি। ক্রীড়া সংস্থা এবং ক্রীড়াবিদদের সামাজিক ব্যবসায় বিনিয়োগের জন্য বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা তহবিল তৈরি করতেও নেতৃত্ব দেবে এটি।

এই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স আলবার্ট গ্রামীণ ব্যাংক এবং সারা বিশ্বে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার উদ্যোগের জন্য অধ্যাপক ইউনূসের কাজকে স্বীকৃতি দেন।