Pran All Time

নবাবগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

UNB NEWS

রবিবার ২৫ মার্চ, ২০১৮ ০১:২১:২০ পিএম

নবাবগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নবাবগঞ্জ , ২৫ মার্চ (ইউএনবি) - ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সাইম হোসেন (৪) নবাবগঞ্জ থানার বারুয়াখালি ইউনিয়নের ব্রাক্ষ্মণখালি গ্রামের মো. হারুনের ছেলে।

নবাবগঞ্জ থানার বারুয়াখালি তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সাইম রাতে মায়ের সাথে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এসময় কাশিয়াখালি বেড়িবাঁধ থেকে বান্দুরার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ট্রাকসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।