Pran All Time

নওশাবার জামিন নামঞ্জুর, ঢামেকে ভর্তির নির্দেশ

UNB NEWS

সোমবার ১৩ আগস্ট, ২০১৮ ০৮:৪৬:১৪ পিএম

নওশাবার জামিন নামঞ্জুর, ঢামেকে ভর্তির নির্দেশ

ঢাকা, ১৩ আগস্ট (ইউএনবি)-অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একই সাথে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় দুদফা ছয় দিনের রিমান্ড শেষে সোমবার নওশাবার আইনজীবী শ্যামল কান্তি ধর তার জামিন আবেদন করেন।

শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

এর আগে দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অসুস্থ হয়ে পড়লে নওশাবাকে ঢামেকে নেয়া হয়।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ কমিশনার (সাইবার ক্রাইম) আলিমুজ্জামান জানান, রবিবার দুই দিনের রিমান্ড শেষে সোমবার নওশাবাকে সিএমএম আদালতে নেয়া হয়।

তিনি বলেন, ‘যখন তাকে আদালতের সামনে হাজির করা হয় তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে ঢামেকে নেয়া হয়।’

ঢামেক সূত্র জানিয়েছে, ডিবি পুলিশ নওশাবাকে ৩টা ৪৫ মিনিটে ঢামেকে নেয়। মেডিসিন বিভাগে চিকিৎসার পর ৪টা ৪০ মিনিটে তাকে আবার নিয়ে যাওয়া হয়।

এর আগে চার দিনের রিমান্ড শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল হায়দার গত শুক্রবার নওশাবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে ফেসবুকে গুজব ছড়ানোয় গত ৪ আগস্ট র‌্যাব সদস্যরা নওশাবাকে আটক করে।

ফেসবুক লাইভে নওশাবা দাবি করেন, জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে। তিনি সবাইকে এক হয়ে রাস্তায় নেমে শিক্ষার্থীদের ‘রক্ষা’ করার আহ্বান জানান। ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালায় বলে দাবি করেন এ অভিনেত্রী।