
ঝালকাঠি, ০২ আগস্ট (ইউএনবি)- এখন থেকে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল খাল খননের পাশাপাশি খালের পাশে রাস্তা নির্মাণ এবং বনায়ন ও মৎস্য চাষ। এতে করে খরচ যেমন সাশ্রয় হয় তেমনি বহুমুখী উন্নয়ন সাধিত হয়। এই দৃষ্টিভঙ্গী কাজে লাগিয়ে বিভিন্ন বিভাগের সমন্বয়নের মাধ্যমে খাল খনন কর্মসূচি পালন করতে হবে।’
বর্তমান সরকার অন্যান্য কাজের মতো নদী, খাল ও জলাশয় পুনরায় খননের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার ঝালকাঠি সার্কিট হাউজে ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন সংক্রান্ত জেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ঝালকাঠি জেলায় ২০টি খাল খননের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে চারটি খালের খনন দ্রুত শুরু করা হবে।
তবে ঝালকাঠি জেলায় প্রায় শতাধিক খাল খননের প্রয়োজন রয়েছে বলে সভায় জানানো হয়।