Pran All Time

এশিয়ান গেমস ফুটবল: থাইল্যান্ডের সাথে বাংলাদেশের ড্র

UNB NEWS

বৃহস্পতিবার ১৬ আগস্ট, ২০১৮ ০৫:৪১:৩৭ পিএম

এশিয়ান গেমস ফুটবল: থাইল্যান্ডের সাথে বাংলাদেশের ড্র

ঢাকা, ১৬ আগস্ট (ইউএনবি)- ইন্দোনেশিয়ায় ১৮তম এশিয়ান ফুটবল গেমসে ‘বি’ গ্রুপে থাইল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পাকানসারি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫২ মিনিটে থাইল্যান্ডের জালে বল পাঠায় বাংলাদেশ। বক্সের ভেতরে ৬ গজ দূরে থেকে মাহবুবুর রহমানের ডান পায়ের শট থাইল্যান্ডের জাল খুঁজে পায়।

রক্ষণভাগের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষের বাম দিকে বাড়ানো বল মাথায় লাগানোর চেষ্টা করেন রক্ষণভাগের আরেক খেলোয়াড় টুটুল হোসেন বাদশাহ। কিন্তু ব্যর্থ হন তিনি।

তবে বলটি মাহবুবুরের পায়ের কাছে পড়লে তিনি তা জালে পাঠাতে ভুল করেননি। তবে ৮০ মিনিটেই দলকে সমতায় ফেরান থাই ফরোয়র্ড চাইদেদ সুপাচাই।

বাংলাদেশ তাদের বাকি গ্রুপ ম্যাচে আগামী ১৯ আগস্ট শক্তিশালী কাতারের (ফিফা র‌্যাংকিং ৯৮) মুখোমুখি হবে।

প্রসঙ্গত, ৪৫ জাতির এ টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে গত মঙ্গলবার উজবেকিস্তানের (ফিফা র‌্যাংকিং ৯৫) বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হারে।