Pran All Time

কোর্তোয়া এখন রিয়ালের, চেলসিতে কেপা

UNB NEWS

বৃহস্পতিবার ০৯ আগস্ট, ২০১৮ ১২:১১:৩৩ পিএম

কোর্তোয়া এখন রিয়ালের, চেলসিতে কেপা

লন্ডন, ০৯ আগস্ট (এপি/ইউএনবি)- বিশ্বকাপের সেরা গোলরক্ষক বেলজিয়ামের থিবো কোর্তোয়াকে ছয় বছরের চুক্তিতে দলে নিতে চলেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে অ্যাটলেটিকো বিলবাও গোলরক্ষক কেপা আরিজাবালাহাকে ৮০ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজে দলে নিয়েছে চেলসি। তার সাথে বুধবার চুক্তি করেছে ইংলিশ এই ক্লাবটি। এতো অর্থের বিনিময়ে এর আগে কোনো গোলরক্ষককে কোনো দল নেয়নি।

এই মৌসুমের শুরুতে ৭২.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোমা থেকে এলিসনকে দলে নিয়েছিল লিভারপুল। 

কোর্তোয়া রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কেপার সাথে চুক্তি সম্পন্ন করে চেলসি। চুক্তির অংশ হিসেবে রিয়ালের ক্রোয়াট মিডফিল্ডার মাতেও কোভাচিচ এক মৌসুমের জন্য ধারে চেলসিতে যোগ দিচ্ছেন।

কেপাকে স্পেনের ভবিষ্যৎ গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে রিজার্ভ হিসেবে ছিলেন তিনি।