Pran All Time

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নিউজিল্যান্ড অলরাউন্ডার এলিয়টের

UNB NEWS

বুধবার ২২ আগস্ট, ২০১৮ ০৭:৩১:০৪ পিএম

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নিউজিল্যান্ড অলরাউন্ডার এলিয়টের

ওয়েলিংটন, ২২আগস্ট (এপি/ইউএনবি)- সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট।

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজে বার্মিংহাম বিয়ার্সের হয়ে অধিনায়কত্ব শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ঘোষণায় অবসরের কথা জানান ৩৯ বছর বয়সী এলিয়ট।

২০০১ সালে নিউজিল্যান্ডে আসার পূর্বে দক্ষিণ আফ্রিকায় প্রথম শ্রেণির খেলায় অভিষেক হয় নিচের দিকের আক্রমণাত্মক ব্যাটসম্যান ও ডানহাতি পেস বোলার এলিয়টের।

এলিয়ট নিউজিল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট, ৮৩টি ওয়ান্ডে এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত বছর পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলা ম্যাচটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।