Pran All Time

‘মুস্তাফিজ ফিরে এলো আরো উদ্যমের সাথে’

UNB NEWS

সোমবার ০৬ আগস্ট, ২০১৮ ০৩:৩৩:৩৮ পিএম

‘মুস্তাফিজ ফিরে এলো আরো উদ্যমের সাথে’

ঢাকা, ০৬ আগস্ট (ইউএনবি)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজটা দুর্দান্ত কেটেছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। টি২০ সিরিজ জয়ে রেখেছেন দারুণ ভূমিকা।

ক্যারিবীয়দের বিপক্ষে টি২০ সিরিজে নিয়েছেন ৮ উইকেট। যদিও ইকোনমি রেট খুব বেশি ভালো ছিল না। তবে বল হাতে তুলে নিয়েছেন ক্যারিবীয়দের সব গুরুত্বপূর্ণ উইকেট।

আর মুস্তাফিজের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত আইপিএলের তার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

গত আসরে মুম্বাইয়ের হয়ে খেলেন এ বামহাতি পেসার। ইনজুরির কারণে সবগুলো ম্যাচে মাঠে নামা হয়নি তার।

মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে ভালো করায় মুম্বাই ইন্ডিয়ান্স সোমবার তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছে।

পোস্টে তারা লিখেছে, Mustafizur Rahman ফিরে এলো আরো উদ্যমের সাথে