Pran All Time

সব ধরনের ক্রিকেট থেকে মিচেল জনসনের অবসর

UNB NEWS

রবিবার ১৯ আগস্ট, ২০১৮ ০৬:২০:১১ পিএম

সব ধরনের ক্রিকেট থেকে মিচেল জনসনের অবসর

সিডনি, ১৯ আগস্ট (এপি/ইউএনবি)- ব্যাটসম্যানদের মনে আতংক সৃষ্টিকারী অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন রবিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

৩৬ বছর বয়সী জনসন আন্তর্জাতিক টি২০ ম্যাচে অংশ নেয়ার আশা করেছিলেন। তবে চলতি বছর আইপিএল চলাকালে তার পিঠের সমস্যাটা বেড়ে যায়। ফলে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হলেন তিনি।

খেলা থেকে অবসর নিলেও ক্রিকেট ছাড়ছেন না জনসন। ভবিষ্যতে মেন্টর অথবা কোচিং পেশায় নিজেকে দেখতে চান এই অজি পেসার।

জনসন বলেন, ‘আমি আমার শেষ বল করে ফেলেছি। শেষ উইকেটটাও নিয়েছি। আজকে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিচ্ছি। ভবিষ্যতে কোচ অথবা মেন্টর হিসেবে নিজেকে কাজে লাগাতে চাই।’

৭৩ টেস্টে ২৮.৪০ গড়ে ৩১৩ উইকেট নেয়া জনসন ১৫৩ ওয়ানডে ম্যাচে ২৫.২৬ গড়ে নিয়েছেন ২৩৯ উইকেট। ব্যাট হাতেও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। টেস্টে তার রয়েছে ১১টি অর্ধশতক। ২২ গড়ে করেছেন ২ হাজারেরও বেশি রান।

বল হাতে জনসনের সবচেয়ে ভালো সময় কাটে ২০১৩-২০১৪ মৌসুমে। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট টেস্টে ১৫.২৩ গড়ে নেন ৫৯ উইকেট।