
নিউ ইয়র্ক, ১৬ মার্চ (এপি/ইউএনবি)- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ট্রাম্প জুনিয়রের ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে।
তার স্ত্রী ভেনেসা ট্রাম্প বিচ্ছেদের জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দম্পতি জানান, তারা বিচ্ছেদের দিকে এগোলেও একে অন্যের প্রতি এবং তাদের পরিবারের প্রতি যথেষ্ট সম্মান বজায় থাকবে।
সাবেক মডেল ভেনেসা ট্রাম্প সুপ্রিম কোর্টে এই বিচ্ছেদকে ‘বাদানুবাদশূন্য’ উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় বিচ্ছেদের কারণ গোপন রাখেন তিনি।
৪০ বছর বয়সী এই দম্পতি ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা পাঁচ সন্তানের জনক ও জননী। ২০০৫ সালে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন তারা।