Pran All Time

পশ্চিমবঙ্গে তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণে একজন নিহত

UNB NEWS

বৃহস্পতিবার ২৩ আগস্ট, ২০১৮ ০৬:৫৬:৫৯ পিএম

পশ্চিমবঙ্গে তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণে একজন নিহত

ঢাকা, ২৩ আগস্ট (ইউএনবি)- পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বৃহস্পতিবার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।

কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরে মমতা ব্যানার্জির রাজনৈতিক দলের ওই কার্যালয়ে বিস্ফোরণে আরো পাঁচজন আহত হয়েছেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে বিস্ফোরণে ধসে যাওয়া লোহার রড ও কংক্রিট মাটিতে পড়ে আছে। পুলিশ ঘটনাস্থল ঘুরে প্রমাণ সংগ্রহ করছেন।

পুলিশ বিস্ফোরণের কারণ হতিয়ে দেখছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানান, হাত বোমা নাকি কার্যালয়ের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারের কারণে বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি।

তৃণমূলের বিধায়ক প্রদ্যোত ঘোষ জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।