Pran All Time

মিশরে মসজিদে বোমা হামলায় নিহত ৮৫

UNB NEWS

শুক্রবার ২৪ নভেম্বর, ২০১৭ ০৮:২১:০৯ পিএম

মিশরে মসজিদে বোমা হামলায় নিহত ৮৫

এল-আরিশ, ২৪ নভেম্বর (এপি/ইউএনবি)- মিশরে একটি মসজিদে বোমা ও বন্দুক হামলায় ৮৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সিনাই উপত্যকার উত্তরাঞ্চলে বির-আবিদ এলাকার আল-রাওদা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর এ হামলা চালানো হয়।

মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনার প্রতিবেদনে হতাহতের এ খবর জানানো হয়।

খবরে বলা হয়, জুমার নামাজের সময় বোমা হামলার এ ঘটনা ঘটে। এতে ৮৫ জন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ৮০ জন।
 
দেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জঙ্গিরা গাড়ি নিয়ে মসজিদে বোমা হামলা চালায়। এসময় তারা মুসল্লিদের ওপর গুলি চালায়।